ঢাকা, সোমবার, ১৩ মে, ২০২৪

শর্ত সাপেক্ষে মোটরসাইকেল পেল ডিএসসিসির কর্মীরা

শর্ত সাপেক্ষে ঢাকা দক্ষিণ সিটি করেপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ২৩টি মোটরসাইকেল পেয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) ডিএসসিসি সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে মোটরসাইকেল দেওয়া হয়েছে। শর্তের মধ্যে রয়েছে, সিটি করপোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নের স্বার্থে মোটরসাইকেলগুলো ব্যবহার করতে পারবেন। এসব মোটরসাইকেল বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কেনা হয়েছে।


সিটি করপোরেশনের অফিস আদেশে বলা হয়েছে, মোটরসাইকেলগুলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি বলে বিবেচিত হবে। যা ব্যক্তিগত কাজে নয়, শুধু সিটি করপোরেশনের কাজে ব্যবহার করা যাবে। অফিসের নির্দেশ পরিপ্রেক্ষিতে যেকোনো সময় মোটরসাইকেলগুলো অফিসে ফেরত দিতে হবে।


মোটরসাইকেল প্রাপকদের অনুকূলে সিটি করপোরেশনের তহবিল হতে প্রচলিত জ্বালানি তেল ব্যবহারের নিয়ম অনুযায়ী সরবরাহ করা হবে।

ads

Our Facebook Page